ভর্তি
ফরম পূরণের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা:
·
Student ID:
ফরম ওপেন করার জন্য শিক্ষার্থীর Student
ID প্রয়োজন হবে। উক্ত আইডিটি হবে, 100+শিক্ষার্থীর ক্লাস রোল। যেমন: কোন শিক্ষার্থীর
ক্লাস রোল যদি ৭, ৪০৭ অথবা ৭০৭ হয়, তাহলে শিক্ষার্থীর আইডি হবে ১০০৭, ১০০৪০৭ অথবা ১০০৭০৭।
উল্লেখ্য Student ID টি রকেটে টাকা পরিশোধের
জন্যও প্রযোজ্য হবে।
· Access PIN:
একসেস পিন প্রত্যেক শিক্ষার্থীর একই। তা হলো: 112233.
·
ছবি:
শিক্ষার্থীর ছবি অবশ্যই দৈর্ঘ্য*প্রস্থ ৩০০*৩০০ পিক্সেল এবং
সাইজ ২০০kb এর চেয়ে কম হতে হবে।
· ফরমে উল্লেখিত
ফিল্ডসমূহ যথাযথভাব পূরণ করে তা Submit করতে হবে।
· ফরম পূরণের পর
মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে।
· অতপর Download
Admission Form এ গিয়ে ফরমটি ডাউনলোড করতে হবে।
· এবং Download
Money Receipt এ গিয়ে মানি রিসিপ্টটি ডাউনলোড করতে হবে।
এবার নোটিশে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র কলেজে ( নোটিশে উল্লেখিত জায়গায় ) জমা দিতে হবে।
ফি পরিশোধের
পদ্ধতি:
Online
Mobile Banking (Rocket) অ্যাপের মাধ্যমে:
Ø প্রথমে রকেট অ্যাপে
Login করতে হবে।
Ø অত;পর, “বিল পে (Bill Pay)” অপশনে ক্লিক করতে হবে।
Ø অত;পর, Search Biller অপশন থেকে ‘৫১৯০’ বিলার আইডি সার্চ করতে হবে অথবা “Chapainawabganj Govt. Women’s College” লিখে সার্চ করতে হবে।
Ø অত;পর, কলেজের নামসহ উক্ত বিলার আইডি দৃশ্যমান হলে কলেজের
নামের উপর ক্লিক করতে হবে।
Ø অত;পর, Student ID এর জায়গায় ফরম পূরণের সময় প্রদত্ত “Student ID” টি দিয়ে “VALIDATE” এ ক্লিক করতে হবে;
Ø অত;পর, সংশ্লিষ্ট শিক্ষার্থীর নাম ও টাকার পরিমাণ দৃশ্যমান
হবে। শিক্ষার্থীর নাম নিশ্চিত করে Okey তে ক্লিক করতে হবে;
Ø অত;পর, রকেট পিন নম্বর দিয়ে ট্যাপ করে ধরে পেমেন্ট সম্পন্ন
করতে হবে;
Ø Payment সম্পন্ন হলে Successfull SMS প্রদর্শিত হবে।
SMS এ প্রদর্শিত Transaction ID সংরক্ষণ করতে হবে।
Ø অত;পর, ওয়েবসাইটে গিয়ে Download Money Receipt থেকে মানি
রিসিপ্ট ডাউনলোড করে তা সংরক্ষণ করতে হবে।
ফরম পূরণ সংক্রান্ত যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন- 01711021040